বাংলাদেশিদের প্রোফাইল ছবি চুরি যাবে না

|

বাংলাদেশি ফেসবুক ব্যবহারকারীদের প্রোফাইলের ছবি চুরি বন্ধে একটি ফিচার চালু করেছে ফেসবুক। বৃহস্পতিবার ফেসবুকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ টুল ব্যবহারের মাধ্যমে একজন ফেসবুক ব্যবহারকারী তার প্রোফাইল পিকচার অন্য কোনো ফেসবুক ব্যবহারকারী ডাউনলোড ও শেয়ার করতে পারবেন কিনা, তা নিয়ন্ত্রণ করতে পারবেন।

এক গবেষণায় দেখা গেছে, অনেক ব্যবহারকারী ফেসবুকে প্রোফাইল পিকচার যোগ করতে নিরাপদ বোধ করেন না, বিশেষত নারীরা তাদের ছবি দিতে চান না। কেননা তারা সবসময় ইন্টারনেটে তাদের সংযুক্ত করা ছবির নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকেন।

কী থাকছে নতুন এই প্রোফাইল গার্ড ফিচারে, দেখে নিন এক নজরে:

• অন্য ব্যবহারকারীরা আপনার প্রোফাইল পিকচার ডাউনলোড বা শেয়ার করতে পারবেন না।

• আপনার ফেসবুক ফ্রেন্ডলিস্টের বাইরের কোন ব্যক্তি আপনার প্রোফাইল পিকচারে নিজেদেরকে বা অন্য কাউকে ট্যাগ করতে পারবেন না।

• আমাদের নিরাপত্তা ব্যবস্থা এমনভাবে তৈরি করা হয়েছে যে অ্যান্ড্র্য়েডস্মার্টফোন থেকেও আপনার ফেসবুক প্রোফাইল পিকচারের স্ক্রিনশট নেওয়া যাবে না।
• নিরাপত্তার সংকেত হিসেবে আপনার প্রোফাইল পিকচারে একটি নীল বর্ডার ও শিল্ড দেখানো হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply