আবারও নড়বড়ে সূচনা, নেই ২ উইকেট

|

লিটনের আউটের পর ওমানের উল্লাস। ছবি: সংগৃহীত

স্কটল্যান্ডের বিরুদ্ধে হারের পর মহাগুরুত্বপূর্ণ ম্যাচেও ভালো সূচনা পেলো না বাংলাদেশ। বার দুয়েক রিভিউ নিয়ে, ক্যাচ তুলে দিয়ে বেঁচে যাবার পরও শেষ রক্ষা হলো না লিটন দাসের। বিলাল খানের ইনসুইং ইয়র্কারে এলবিডব্লিউ হয়ে ফিরে গেছেন তিনি মাত্র ৬ রান করে। এরপর ফিরে গেছেন মেহেদি হাসানও।

খুবই নিয়ন্ত্রিত লাইন ও লেংথ মেনে বল করছেন ওমানের দুই পেসার বিলাল খান এবং কালিমুল্লাহ। তাদের বিরুদ্ধে ম্যাচের শুরু থেকেই হিমশিম খাচ্ছিলেন নাইম ও লিটন। লিটন তো ফিরেই গেছেন ইনসুইং ইয়র্কারে। তবে প্রথম ওভারে কিছুটা নড়বড়ে নাইম চেষ্টা করে যাচ্ছেন সঠিক শরীরী ভাষায় ব্যাট করার। কালিমুল্লাহ টানা দুই বলে বাউন্ডারি ও ওভার বাউন্ডারি হাঁকিয়ে সে বার্তাই দিলেন তিনি।

ওয়ান ডাউনে সাকিব আল হাসানের বদলে নেমেছিলেন মেহেদি হাসান। সুযোগটা কাজে লাগাতে পারেননি এই তরুণ অলরাউন্ডার। ফাইয়াজ বাটের দারুণ ক্যাচে শূন্য রানেই ফিরে গেছেন মেহেদি। প্রতিবেদনটি লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ ওভারে ২ উইকেটে ২৫ রান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply