খালুর কোটি টাকা হাতিয়ে নিলো দুই ভাগনে

|

রাজশাহীতে প্রতারণা করে চিকিৎসক খালুর প্রায় কোটি টাকা হাতিয়ে নেয়া দুই ভাগনেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন নগরীর লক্ষীপুর মিঠুর মোড় এলাকার তাসফিন আহমেদ ও ফয়সাল আহমেদ।

পুলিশ গত সোমবার (১৮ অক্টোবর) ভোররাতে অভিযান চালিয়ে তাসফিন আহমেদ ও ফয়সাল আহমেদকে তাদের বাড়ি থেকে গ্রেফতার করেন। রুবেল সরকার রাসেল পলাতক রয়েছ

পুলিশ জানিয়েছে, চিকিৎসক আজিজুল হক আব্দুল্লাহর স্ত্রীর বড় বোনের ছেলে তাসফিন আহমেদ ও ফয়সাল আহমেদ। আত্মীয়তা ও বিশ্বস্ততার সূত্র ধরে তাসফিন, ফয়সাল ও ফয়সালের ভায়রা রুবেল সরকার রাসেল ঐ চিকিৎসককে উচ্চ আদালতে ভূয়া দুর্নীতি দমন মামলা চলমান এমন কাগজ ও আয়করের ভূয়া কাগজ দেখান। রুবেল নিজেকে ডিবি পুলিশ ও ওয়ারেন্ট অফিসার পরিচয় দিয়ে মামলা শেষ করে দেয়ার কথা বলে চলতি বছরের ১৫ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৯৫ লক্ষ টাকা হাতিয়ে নেয়।

ডাঃ আজিজুল হক হাইকোর্টে দুর্নীতি ও আয়করের মামলার বিষয়টি ভূয়া বুঝতে পেরে রাজপাড়া থানায় মামলা করেন। এরপরই গ্রেফতার হয় জালিয়াতির সাথে যুক্ত এই দুই ভাগনে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply