‘মানবপাচারের মামলা করে জনশক্তি রফতানিকারকদের হয়রানি করা হয়’

|

মানবপাচার প্রতিরোধ আইনে মামলা করে জনশক্তি রফতানিকারকদের হয়রানি করা হয় বলে অভিযোগ করেছে রিক্রুটিং এজেন্সি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নেতারা। তারা বলেন, জনশক্তি রফতানিকারকরা বৈধভাবে কর্মী পাঠাচ্ছে। যা কোনোভাবেই মানব পাচার হতে পারে না। তবে সংক্ষুব্ধ প্রবাসী কর্মীরা অভিবাসী আইনের আওতায় অভিযোগ করতে পারেন।

রিক্রুটিং এজেন্সি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের এক গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন, যারা অবৈধভাবে জনশক্তি বিদেশে পাঠায়, তাদের অবশ্যই মানব পাচার আইনের আওতায় আনা উচিৎ।

তবে জনশক্তি রফতানিকারকরা বলেন, মানব পাচার আইনের অপপ্রয়োগ এই খাতে ভীতিকর পরিবেশ তৈরি করছে। অনেক রিক্রুটিং এজেন্টের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। অন্যদিকে অভিবাসী আইনের সফল প্রয়োগ হলে প্রবাসী কর্মীরাও লাভবান হবেন, পাশাপাশি দ্রুত সময়ে মিলবে প্রতিকার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply