কুমিল্লায় পূজামণ্ডপের ঘটনায় দায়ী ব্যক্তি চিহ্নিত: স্বরাষ্ট্রমন্ত্রী

|

দায়ী ব্যাক্তিকে আটকের চেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী।

কুমিল্লায় পূজামণ্ডপে অপ্রীতিকর ঘটনা ঘটানো ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। সে বারবার তার অবস্থার পরিবর্তন করছে। তবে তাকে আটকের চেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে ‘র‍্যাবের প্রযুক্তিগত আধুনিকায়ন’ অনুষ্ঠানে একথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা ফেসবুকে অপপ্রচার চালায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি সকলকে আহ্বান জানান, ফেসবুকে যা দেখবেন, তা বিশ্বাস করার আগে অবশ্যই যাচাই করবেন। যাচাই বাছাই না করে কখনোই অযথা উস্কানি দেবেন না।

এর আগে রোববার (১৭ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রী বলেছিলেন, সম্প্রীতি বিনষ্ট করতেই কুমিল্লার এ ঘটনা ঘটানো হয়েছে। এটি উদ্দেশ্যমূলকভাবে কারও ইন্ধনে করা হয়েছে। এ ঘটনায় দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply