টিকা সনদ দেখতে চাওয়ায় ম্যানেজারকে একের পর এক ছুরিকাঘাত কাস্টমারের

|

ছবি: সংগৃহীত

কাস্টমারের কাছে করোনার টিকা সনদ দেখতে চেয়ে ছুরিকাঘাতের শিকার হয়েছেন এক ক্যাফের ম্যানেজার।

শনিবার (১৬ অক্টোবর) বেলজিয়ামের ব্রাসেলসে এ ঘটনা ঘটেছে। যদিও দেশটির রাজধানী ব্রাসেলসে কোভিড সেইফ টিকেট দেখতে চাওয়া আবশ্যক। খবর বেলজিয়ামের সংবাদ মাধ্যম ব্রাসেলস টাইমসের।

প্রতিবেদন সূত্রে জানা যায়, ব্রাসেলস শহরের কেন্দ্রে অবস্থিত এক ক্যাফের ম্যানেজার তার এক কাস্টমারের কাছে কোভিড সেইফ টিকেট দেখতে চায়। তখন ওই ব্যক্তি টিকেট দেখাতে অস্বীকৃতি জানায়। এবং তার সঙ্গে থাকা ছুরি ব্যবহার করে একের পর এক আঘাত করতে থাকে। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে এসে ম্যানেজারকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পাশাপাশি আটক করা ওই হামলাকারীকে। তাকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জানা যায়, চলতি মাসের শেষ দিকে তাকে আদালতে উপস্থিত করা হবে।

দেশটির পাবলিক প্রসিকিউটর এ ব্যাপারে কোনো মন্তব্য করতে না চাইলেও ভুক্তভোগীর সন্তান নিশ্চিত করেছে, কোভিড সেইফ টিকেট দেখতে চাওয়ার পরই তার বাবা হামলার শিকার হয়েছেন।

উল্লেখ্য, বেলজিয়ামে ১৬ বছর বয়স থেকে যেসব নাগরিক করোনার দুই ডোজ টিকা নিয়েছেন তাদের কোভিড সেইফ টিকেট নিতে হয়। গত ১৫ অক্টোবর থেকে দেশটির সরকার নির্দিষ্ট স্থানে প্রবেশের ক্ষেত্রে কোভিড সেইফ টিকেট বাধ্যতামূলক করেছে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply