আফগানিস্তান বিষয়ক শীর্ষ মার্কিন কর্মকর্তার পদত্যাগ

|

ছবি: সংগৃহীত।

আফগানিস্তান বিষয়ক শীর্ষ মার্কিন কর্মকর্তা জালমে খলিলজাদ পদত্যাগ করছেন। সোমবার (১৮ অক্টোবর) এক বিবৃতিতে তার সরে দাড়ানোর বিষয়টি জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।

যুক্তরাষ্ট্র-তালেবান বৈঠকে নেতৃত্ব দেন তিনি। তবে দীর্ঘ কয়েক মাসের আলোচনা ভেস্তে যায় তালেবানের ক্ষমতা দখলের মধ্য দিয়ে। ব্লিংকেনকে লেখা এক চিঠিতে খলিলজাদ স্বীকার করেন, তালেবান-আফগান সরকারের মধ্যে রাজনৈতিক বোঝাপড়া যুক্তরাষ্ট্রের পরিকল্পনা অনুযায়ী এগোয়নি।

তিনি আরও বলেন, আফগান ইস্যুতে নতুন নীতির পথে যুক্তরাষ্ট্র। তাই দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দু’মাসেরও কম সময়ের মধ্যে সিদ্ধান্ত নিয়েছেন সরে দাঁড়ানোর। ব্লিংকেন জানান, খলিলজাদের স্থলে দায়িত্ব নিতে পারেন তার ডেপুটি থমাস ওয়েস্ট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply