ইভ্যালির দায়িত্ব পেলেন আলোচিত অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন

|

ইভ্যালি পরিচালনায় সোমবার (১৮ অক্টোবর) হাইকোর্ট পাঁচ সদস্যের অন্তর্বর্তীকালীন পর্ষদ নির্ধারণ করে দিয়েছে। পর্ষদে আছেন একজন সাবেক বিচারপতি, দুই সচিব, চার্টার্ড সেক্রেটারি ও একজন আইনজীবী।

এই পর্ষদের অন্যতম সদস্য ও অতিরিক্ত সচিব (ওএসডি) মাহবুব কবীর মিলনকে দেয়া হয়েছে ই-কমার্স ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব। সরকারি বেতনেই তিনি তার উপর অর্পিত এ দায়িত্ব পালন করবেন।

আলোচিত এই অতিরিক্ত সচিব এর আগে কর্মরত ছিলেন রেল মন্ত্রণালয়ে। রেলওয়ের নানা অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে তার সরব অবস্থান ও উদ্যোগের কারণে সামাজিক মাধ্যমেও পরিচিতি আছে তার। গতবছর ৬ আগস্ট তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। তারও আগে তিনি সদস্য এবং কিছুদিনের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে। সেখানেও খাদ্যে ভেজালবিরোধী বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনায় আসেন তিনি।

গত ১৩ অক্টোবর তিন সচিবের নাম আদালতে জমা দেয়ার পর হাইকোর্ট বলেছিলেন, অতীত কর্মকাণ্ড বিবেচনায় নিয়েই নির্ধারিত হবে পর্ষদ। বিচারপতি খুরশিদ আলম সরকারের ভার্চুয়াল একক বেঞ্চে ঘোষিত সেই পর্ষদে চেয়ারম্যান করা হয়েছে সাবেক বিউচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মইভ্যালির দায়িত্বে আলোচিত অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন

ইভ্যালি পরিচালনায় সোমবার (১৮ অক্টোবর) হাইকোর্ট পাঁচ সদস্যের অন্তর্বর্তীকালীন পর্ষদ নির্ধারণ করে দিয়েছে। পর্ষদে আছেন একজন সাবেক বিচারপতি, দুই সচিব, চার্টার্ড সেক্রেটারি ও একজন আইনজীবী।

এই পর্ষদের অন্যতম সদস্য ও অতিরিক্ত সচিব (ওএসডি) মাহবুব কবীর মিলনকে দেয়া হয়েছে ই-কমার্স ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব। সরকারি বেতনেই তিনি তার উপর অর্পিত এ দায়িত্ব পালন করবেন।

আলোচিত এই অতিরিক্ত সচিব এর আগে কর্মরত ছিলেন রেল মন্ত্রণালয়ে। রেলওয়ের নানা অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে তার সরব অবস্থান ও উদ্যোগের কারণে সামাজিক মাধ্যমেও পরিচিতি আছে তার। গতবছর ৬ আগস্ট তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। তারও আগে তিনি সদস্য এবং কিছুদিনের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে। সেখানেও খাদ্যে ভেজালবিরোধী বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনায় আসেন তিনি।

গত ১৩ অক্টোবর তিন সচিবের নাম আদালতে জমা দেয়ার পর হাইকোর্ট বলেছিলেন, অতীত কর্মকাণ্ড বিবেচনায় নিয়েই নির্ধারিত হবে পর্ষদ। বিচারপতি খুরশিদ আলম সরকারের ভার্চুয়াল একক বেঞ্চে ঘোষিত সেই পর্ষদে চেয়ারম্যান করা হয়েছে সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিককে। সদস্য হিসেবে আছেন সাবেক সচিব মোহাম্মদ রেজাউল আহসান, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফখরুদ্দিন আহমেদ এবং আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply