সেন্টমার্টিনে আটকা পড়েছেন দুই শতাধিক পর্যটক

|

কক্সবাজার প্রতিনিধি:

প্রবালদ্বীপ সেন্টমার্টিনে আটকা পড়েছেন দুই শতাধিক পর্যটক। বৈরী আবহাওয়ায় বঙ্গোপসাগর উত্তাল হয়ে পড়ায় বিকেল থেকে ট্রলারসহ কোন নৌযান প্রবালদ্বীপ থেকে ছেড়ে আসতে পারেনি।

ফলে, রোববার (১৭ অক্টোবর) থেকে এসব পর্যটক সেন্টমার্টিনে আটকে আছেন।

সেন্টমার্টিন দ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুর আহমেদ বলেন, দ্বীপে দুই শতাধিক পর্যটক আটকা পরেছেন। তবে আটকে পড়া পর্যটকরা নিরাপদে রয়েছে। প্রতিনিয়ত তাদের খোঁজ-খবর রাখা হচ্ছে এবং বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ পারভেজ চৌধুরী জানান, এখনো সেন্টমার্টিনের সাথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু না হলেও স্পীডবোট এবং কাঠের ট্রলারে পর্যটকরা সেন্টমার্টিন ভ্রমণ করছেন। এভাবে গতকাল থেকে সেন্টমার্টন ভ্রমণে এসে শতাধিক পর্যটক আর ফিরতে পারেনি। অবস্থা স্বাভাবিক হলে তারা ফিরে যাবেন। তাদের যাতে অসুবিধা না হয় সেজন্য সেখানকার জনপ্রতিনিধিসহ সবাই খোঁজ-খবর রাখছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply