পরাবাস্তব জগৎ তৈরি করতে কর্মী নিয়োগ দেবে ফেসবুক

|

ছবি: সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়ন থেকে ১০ হাজার অস্থায়ী কর্মী নিয়োগ দেবে ফেসবুক। যারা মেটাভার্স বা পরাবাস্তব জগৎ তৈরিতে কাজ করবেন।

রোববার (১৭ অক্টোবর) এ তথ্য জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। আগামী পাঁচ বছরে প্রযুক্তিতে দক্ষ এবং বিশেষজ্ঞদের নিয়োগ দেয়া হবে এই প্রকল্পে। যাদের কাজ হবে ফেসবুকের মেটাভার্সের জন্য নিত্যনতুন ফিচার তৈরি করা। মূলত ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) হেডসেটের মাধ্যমে বিভিন্ন খেলা, কাজকর্ম এবং যোগাযোগের বাস্তব স্বাদ গ্রহণ করতে পারবেন ফেসবুক ব্যবহারকারীরা।

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমটি বলছে, প্রকল্পটি পুরোপুরি শেষ হতে সময় লাগবে ১০ থেকে ১৫ বছর। আপাতত এই প্রকল্পে পাঁচ কোটি ডলার বিনিয়োগের মাধ্যমে কাজ শুরু করেছে ফেসবুক। সাইট ডাউন, তথ্য পাচার, প্রভাব বিস্তারের মতো নানা কেলেঙ্কারিতে যখন প্রতিষ্ঠানটি কোণঠাসা, সেসময়ই এলো ঘোষণাটি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply