হাসপাতাল থেকে ছাড়া পেলেন বিল ক্লিনটন

|

ছবি: সংগৃহীত

হাসপাতাল থেকে ছাড়া পেলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন। রোববার (১৭ অক্টোবর) স্থানীয় সময় সকালে ক্যালিফোর্নিয়ার ইরভিন মেডিকেল সেন্টার থেকে তিনি বাড়ি ফেরেন।

রক্তনালীতে সংক্রমণ নিয়ে পাঁচ দিন চিকিৎসাধীন ছিলেন তিনি। ৭৫ বছর বয়সী বিল ক্লিনটন গেলো মঙ্গলবার অসুস্থ অবস্থায় ভর্তি হন হাসপাতালে। তবে করোনায় আক্রান্ত ছিলেন না- প্রথমেই সেটি নিশ্চিত করে হাসপাতাল কর্তৃপক্ষ।

ধারণা করা হচ্ছিলো, হৃদরোগের কোন সমস্যা থেকেই সাবেক প্রেসিডেন্টের এ অসুস্থতা। পরে চিকিৎসকরা নিশ্চিত করেন- ইউরিন ইনফেকশন ছড়িয়ে পড়েছিল রক্তপ্রবাহে। বিল ক্লিনটন যুক্তরাষ্ট্রের ৪২তম প্রেসিডেন্ট ছিলেন। ১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি পালন করেন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply