উত্তপ্ত কাশ্মির, আরও দু’জন বেসামরিককে হত্যা

|

ছবি: সংগৃহীত।

ভারতে বিহার থেকে আসা কাশ্মিরে দুই শ্রমিককে গুলি করে হত্যা করা হয়েছে। ভারতীয় সংবাদ সংবাদমাধ্যম দ্যা ট্রিবিউন এ তথ্য নিশ্চিত করেছে।

এ নিয়ে চলতি মাসে জম্মু ও কাশ্মিরে জঙ্গি হামলায় ১১ জন বেসামরিক নাগরিককে হত্যা করা হলো। আর গত ৪৮ ঘণ্টায় বেসামরিক চারজনকে হত্যা করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (১৭ অক্টোবর) জম্মু ও কাশ্মিরের কুলগ্রামে জঙ্গিরা শ্রমিকদের লক্ষ্য করে গুলি চালায়। এ ঘটনায় বিহারের দুই শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে আরও এক শ্রমিক। গত দুই দিনে এটাই ছিলো তৃতীয় জঙ্গি হামলার ঘটনা।

জম্মু ও কাশ্মির পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সম্প্রতি জঙ্গিদের হামলার মূল লক্ষ্য হলো এ কেন্দ্র শাসিত অঞ্চলে কাজ করতে আসা অন্য রাজ্যের শ্রমিকরা। কুলগ্রামে হামলার পরই গোটা এলাকা ঘিরে ফেলেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী।

জম্মু ও কাশ্মির পুলিশ সূত্রের খবর অনুযায়ী, গত কয়েক দিন ধরে কাশ্মিরে জঙ্গিদের মূল লক্ষ্য ছিল কাশ্মিরের বাসিন্দা; বিশেষ করে যারা অমুসলিরা। কিন্তু শনিবার (১৬ অক্টোবর) থেকে জঙ্গিরা অন্য রাজ্য থেকে আসা শ্রমিকদের টার্গেট করছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply