সাকিব-মুশফিক আউট; জটিল হচ্ছে রান-বলের সমীকরণ

|

ছবি: সংগৃহীত

স্কটল্যান্ডের দেয়া ১৪১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বাংলাদেশের দুই ওপেনার সৌম্য সরকার ও লিটন দাস ফিরে যাওয়ার পর সাকিব-মুশফিকের ৪৭ রানের জুটিতে জয়ের স্বপ্ন হচ্ছিল গাঢ়। কিন্তু দলের এই দুই ভরসাই ফিরে যাওয়ায় চাপে পড়েছে বাংলাদেশ। ক্রমেই জটিল হয়ে পড়ছে রান-বলের সমীকরণ। প্রতিবেদনটি লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ১৫ ওভারে ৪ উইকেটে ৮৭। জয়ের জন্য এখনও দরকার ৩০ বলে ৫৪ রান।

হাত খুলে খেলা শুরু করেছিলেন মুশফিকুর রহিম। এমন সময়ে বোলিংয়ে এলেন লেগস্পিনার ক্রিস গ্রিভস। তার শর্ট অব লেংথের বলকে সীমানা ছাড়া করতে গিয়ে বাউন্ডারি লাইনে ম্যাকলয়েডের দারুণ ক্যাচে ফিরে যান সাকিব।

ক্রিজে মাহমুদউল্লাহ আসলে মুশফিকের সাথে জুটি গড়ে দলকে জয়ের দিকে নিয়ে যাওয়ার সম্ভাবনাই হয়তো দেখছিল সমর্থকেরা। কিন্তু গ্রিভসের বলে স্কুপ করতে গিয়ে বোল্ড হয়ে মুশফিক ফিরে গেলে চাপে পড়ে যায় বাংলাদেশ। জয়ের জন্য প্রয়োজনীয় রান রেট কেবল উপরেই উঠছে। মাহমুদউল্লাহর সাথে ক্রিজে এখন আছেন আফিফ হোসেন। ব্যাট করার অপেক্ষায় আছেন নুরুল হাসান সোহান, মেহেদি হাসানরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply