ঝিনাইদহে পৌরভবনে দুর্ধর্ষ চুরি, প্রহরী আটক

|

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে জড়িত সন্দেহে পৌরসভার নৈশ প্রহরী ফিরোজ (৪৫) কে আটক করেছে পুলিশ।

শনিবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে পৌর ভবনের দ্বিতীয় তলায় চুরির এ ঘটনা ঘটে। চোর চক্র মই দিয়ে দ্বিতীয় তলার মূল ভবনের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে।

পৌরভবনের হিসাবরক্ষক আল-মাউন কাঞ্চন জানান, রোববার সকাল সাড়ে ৮ টার দিকে অফিস সহকারি বাবুল হোসেন পৌর ভবনের দ্বিতীয় তলায় আমার রুমের তালা ভাঙা ও ভিতরে অফিসের কাগজপত্র এলোমেলোভাবে পড়ে থাকতে দেখে। এর পর আমাকে ফোন করে সে। চোরেরা আমার অফিস কক্ষের তিনটি আলমারি ও টেবিলের ড্রয়ার ভাঙচুর করে এবং আলমারিতে থাকা নগদ ৮৫ হাজার টাকা ও একটি কম্পিউটার নিয়ে যায়।

খবর পেয়ে কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন ও পৌর ফাঁড়ি ইনচার্জ আক্তারুজ্জামান লিটন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় পৌর সচিব এ.এফ.এম. ইনামুল হক বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply