সরকারের এতো গোয়েন্দারা কী করে; কুমিল্লা প্রসঙ্গে জাপার মহাসচিব

|

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। ফাইল ছবি।

কুমিল্লায় মন্দিরে হামলার প্রসঙ্গে জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু বলেছেন, সরকারের এতো গোয়েন্দারা কী করে?

রোববার (১৭ অক্টোবর) বনানীর দলীয় কার্যালয়ে খুলনা বিভাগের নেতাদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। বলেন, কুমিল্লার ঘটনা সরকারের গোয়েন্দাদের ব্যর্থতা। সরকারের কাছে আগাম তথ্য না থাকা দুঃখজনক।

এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, কুমিল্লার ঘটনা জাতীয় রাজনীতির অস্বাভাবিকতার প্রমাণ। এ ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কমিশন গঠন করতে হবে। সরকার সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বানচালে পরিকল্পিত এই ষড়যন্ত্রের সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতার আনার দাবি জানান তিনি।

এছাড়া জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত হুসেইন মোহাম্মদ এরশাদকে নিয়ে তথ্য প্রতিমন্ত্রীর সমালোচনার নিন্দা জানান সংগঠনের কেন্দ্রীয় নেতারা। একইসাথে তথ্য প্রতিমন্ত্রীকে ক্ষমা চাওয়ার আহবান জানান তারা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply