করোনায় আরও ১৬ জনের মৃত্যু, বাড়লো শনাক্তও

|

ছবি: প্রতীকী

গত প্রায় ৮ মাসের মধ্য দেশে করোনায় সর্বনিম্ন মৃত্যু ছিল শনিবার (১৬ অক্টোবর)। এ দিন মৃতের সংখ্যা ছিল ৬। ২৪ ঘণ্টার ব্যবধানে এ সংখ্যা আরও বাড়লো। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৬ জন। এ নিয়ে মোট প্রাণহানি হলো ২৭ হাজার ৭৬৮ জনের। করোনা শনাক্তের হার ১.৭৪ শতাংশ। নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৯৭টি।

রোববার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে চলতি বছরের ২০ ফেব্রুয়ারি সর্বনিম্ন ৫ জনের মৃত্যু হয়।

বিজ্ঞপ্তির হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আরও ৩১৪ জন। এ নিয়ে মোট করোনা শনাক্ত হলো ১৫ লাখ ৬৫ হাজার ৪৮৮ জন। একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৫২৯ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ১৫ লাখ ২৭ হাজার ৮৬২ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঢাকা বিভাগে ৭ জন, চট্টগ্রামে ৩ জন, খুলনায় ২ জন এবং রাজশাহীতে ২ জন এবং ময়মনসিংহে মারা গেছেন ২ জন।। তবে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় কারো মৃত্যু হয়নি।

উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply