জি বাংলার পর সম্প্রচার শুরু করলো স্টার জলসা-কালারস বাংলা

|

ছবি: সংগৃহীত।

ক্লিন ফিড সংক্রান্ত কারণে টানা ১৫ দিন পর আবারও সম্প্রচারে নেমেছে ভারতীয় চ্যানেল স্টার জলসা। শনিবার (১৭ অক্টোবর) রাত থেকে বিজ্ঞাপন ছাড়াই সম্প্রচার শুরু করেছে স্টার জলসা। এর একদিন আগে সম্প্রচার শুরু করেছিল জি বাংলা। একই সাথে দেখা যাচ্ছে ভারতীয় আরেক চ্যানেল কালারস বাংলাও।

বিজ্ঞাপনের সময় জি বাংলা এর অন্য অনুষ্ঠানগুলোর প্রোমো দেখাচ্ছিল। তবে স্টার জলসাতে তেমন কোনও প্রোমোও দেখাচ্ছে না। অনুষ্ঠানের মাঝে বিজ্ঞাপনের সময় স্টার জলসার পর্দায় ভেসে উঠছে একটি বিজ্ঞপ্তি। সেখানে লেখা, ‘সম্মানিত গ্রাহক, বিজ্ঞাপন বিধিনিষেধের জন্য বিজ্ঞাপন সম্প্রচার বন্ধ রয়েছে। বিজ্ঞাপন বিরতি শেষে অতি শিগগিরই আমরা মূল অনুষ্ঠানে ফিরে আসছি। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ’।

এর আগে বিজ্ঞাপন মুক্ত বিদেশি চ্যানেল সম্প্রচার নিয়ে সরকারের নির্দেশে সব বিদেশি চ্যানেল বন্ধ করে দেয়া হয় গত ১ অক্টোবর। তবে এ সংক্রান্ত সমস্যা কাটিয়ে সম্প্রচার শুরু করে জি বাংলা। এর একদিন পরই সেই পথে হাঁটলো জনপ্রিয় ভারতীয় চ্যানেল স্টার জলসাও।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply