ফিরে এলো জি বাংলা, আসছে স্টার জলসাও

|

ছবি: সংগৃহীত।

বিজ্ঞাপন ছাড়াই বাংলাদেশে সম্প্রচার করছে ভারতীয় টিভি চ্যানেল জি বাংলা। জি বাংলা কর্তৃপক্ষের তরফ থেকে ‘ক্লিন ফিড’ পাওয়া যাচ্ছে। তাই পরীক্ষামূলকভাবে এই চ্যানেলের সম্প্রচার শুরু করেছেন কেবল অপারেটরসরা। বন্ধ থাকা বাকি চ্যানেলগুলিও ধাপে ধাপে সম্প্রচার শুরু করবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।

এর আগে, গত ১ অক্টোবর বিজ্ঞাপন দেখায় এমন বিদেশি টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করার নির্দেশ দেয় সরকার। আর ওই দিনই সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেয় অপারেটর ও পরিবেশকরা। এর মধ্যে ছিল ভারতের জনপ্রিয় দু’টি চ্যানেল জি বাংলা ও স্টার জলসাও।

তবে এবারে জি বাংলা ক্লিন ফিড দিয়ে আবারও বাংলাদেশে এর প্রচার শুরু করেছে। ফলে, এই চ্যানেলের অনুষ্ঠানগুলো আবারও দেখতে পারছেন বাংলাদেশের দর্শকরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply