কংগ্রেসের নেতৃত্বে ফিরতে পারেন রাহুল গান্ধি

|

ছবি: সংগৃহীত

ভারতের বিরোধী দল কংগ্রেসের সভাপতির পদে ফিরতে পারেন রাহুল গান্ধি। শনিবার (১৬ অক্টোবর) দলটির ওয়ার্কিং কমিটির সভায় মিলেছে এমন ইঙ্গিত।

ভারতের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনায় ডাকা হয় এ বৈঠক। উঠে আসে কৃষক আন্দোলন, নির্বাচনসহ নানা ইস্যু। তবে সর্বাধিক গুরুত্ব পায় দলের নেতৃত্বের বিষয়টি। সিদ্ধান্ত হয়, আগামী বছর সেপ্টেম্বরে হবে দলীয় সভাপতি নির্বাচন। ওই পদে রাহুল গান্ধিকেই ফিরে আসার আহ্বান জানান রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেইলট। তার প্রস্তাবে সমর্থন জানান, আরও কয়েকজন প্রবীণ নেতা। জবাবে বিষয়টি বিবেচনার কথা জানান রাহুল গান্ধি। একে এক প্রকার সম্মতি বলেই মনে করছেন অনেকে।

বর্তমানে দলের সার্বক্ষণিক সভাপতি হিসেবে নিজেকে দাবি করেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি। দলীয় স্বার্থকে ঊর্ধ্বে রেখে কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply