ঢাবিতে ক্লাস শুরু হলো আজ

|

দীর্ঘ ১৮ মাস পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীরে পাঠদান শুরু হয়েছে। শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে ক্যাম্পাস।

প্রায় দেড় বছর পর ক্লাস শুরু হওয়ায় সবার মাঝেই উচ্ছ্বাস লক্ষ করা গেছে। ক্লাস শুরুর নির্ধারিত সময়ের আগেই নিজ নিজ বিভাগে উপস্থিত হয়েছেন শিক্ষার্থীরা। এসময় দীর্ঘ দিন পর বন্ধুদের কাছে পেয়ে একে অন্যকে জড়িয়ে ধরে আনন্দ প্রকাশ করছেন।

তবে শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ক্লাসের আসন বিন্যাসেও স্বাস্থ্যবিধির বিষয়টি মাথায় রাখা হয়েছে। এর আগে এক ডোজ টিকা নেয়ার সনদ ও বৈধ কাগজপত্র দিয়ে ৫ অক্টোবর থেকে চতুর্থ বর্ষ ও মাস্টার্সের এবং ১০ অক্টোবর থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের হলে ওঠার অনুমতি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply