২৪ ঘণ্টায় করোনায় রেকর্ড মৃত্যু রাশিয়ায়

|

ছবি: সংগৃহীত।

প্রথমবারের মতো একদিনে হাজারের বেশি মৃত্যুর রেকর্ড দেখলো রাশিয়া। গত এক সপ্তাহ ধরেই দেশটিতে কোভিডে মৃত্যুর সংখ্যা বাড়ছিল। তবে আজ শনিবার (১৬ অক্টোবর) এটি সব রেকর্ড ভেঙ্গে দিয়েছে। নাগরিকরা ভ্যাকসিন নিচ্ছে না বলেই এমন বিপর্যয় বলে দাবি করেছে ক্রেমলিন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত দেশটির প্রতি তিন জনে মাত্র একজন ভ্যাকসিন গ্রহণ করেছে। এখনো জনগণের মধ্যে ভ্যাকসিন নিয়ে অবিশ্বাস দূর করতে পারেনি রুশ সরকার।

দিমিত্রি পেসকভ বলেন, এমন সময়ে ভ্যাকসিন না নেয়া চরম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। এ কারণে মানুষ মারা যাচ্ছে। সরকার জানিয়েছে, এখনো স্বাস্থ্য ব্যবস্থা চাপ সামলাতে পারছে এবং রোগীর সংখ্যা বাড়লেও সংকট সৃষ্টির আশঙ্কা নেই।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply