বিশ্বকাপে গতির ঝড় তোলার আশায় মার্ক উড

|

অনুশীলনে মার্ক উড, অপেক্ষা গতির ঝড় তোলার। ছবি: সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে গতির ঝড় তুলতে মুখিয়ে আছেন ইংলিশ ফাস্ট বোলার মার্ক উড। তিনি আশা করছেন, তিনি এবং টাইম্যাল মিলস, ঘণ্টায় ৯০ মাইল গতিতে বল করা দুই বোলারের সমন্বয় হবে নিখুঁত। আগের আসরে জফরা আর্চার এবং তিনি মিলে যেমন পারফর্ম করেছিলেন, এবারও তেমন কিছুই করার ব্যাপারে আশাবাদী উড।

২০১৯ সালের বিশ্বকাপে জফরা আর্চার আর মার্ক উড মিলে তুলেছিলেন গতির ঝড়। অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার মিচেল স্টার্কের করা ঘণ্টায় ১৫৪ কিলোমিটার গতির সাথে পাল্লা দিয়েছিলেন দুই ইংলিশ ফাস্ট বোলার আর্চার ও উড। ইনজুরির কারণে জফরা আর্চার নেই এই বিশ্বকাপে। দলে থাকা টাইম্যাল মিলসও পারেন গতির ঝড় তুলতে। মার্ক উড তাই এবারও আশা করছেন গত বিশ্বকাপের পুনরাবৃত্তি ঘটাবেন এবারও। বলেন, আর্চার ও আমি মিলে গতবার যেমনটা চেয়েছিলাম অনেকটা তেমনই পারফর্ম করতে পেরেছি। এবার টাইম্যালের সাথেও সেরকম কিছু করার চেষ্টা করবো।

মার্ক উড আরও বলেন, টাইম্যালকে নেটে আরও ভয়ঙ্কর লেগেছে। আমি ব্যাটার হলে ওর মুখোমুখি হতে চাইতাম না। মনে হচ্ছে, বিশ্বকাপে বিপক্ষ দলগুলোর জন্য আতঙ্কের কারণ হবে সে। আমাকেও আমার পারফর্মেন্স করে যেতে হবে।

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply