ভারতের সশস্ত্র বাহিনীকে বহনকারী ট্রেনে ভয়াবহ বিস্ফোরণ

|

ছবি: সংগৃহীত।

ভারতের ছত্তীসগঢ়ের রাজধানী রায়পুরের রেল স্টেশনে শনিবার (১৬ অক্টোবর) সকালে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ভারতের বৃহত্তম আধা-সামরিক বাহিনী রিজার্ভ পুলিশ ফোর্স বা সিআরপিএফ এর ছয়জন সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক। খবর দ্য হিন্দুর।

শনিবার স্থানীয় সময় সকাল ৬টা নাগাদ রায়পুর স্টেশনে সিআরপিএফ সদস্যদের বিশেষ ট্রেনের একটি কামরার শৌচাগারের সামনে বিস্ফোরণ ঘটে। ট্রেনটি ২ নম্বর প্ল্যাটফর্মে ঢোকার পরেই একটি কামরা থেকে বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। ওই কামরায় সিআরপিএফ-এর ২১১ নম্বর ব্যাটেলিনের সদস্যরা ছিলেন।

প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, এই ঘটনার সাথে সন্ত্রাসের কোনও যোগসূত্র নেই। কেন্দ্রীয় বাহিনীর আনা ডিটোনেটর থেকেই অসাবধানতাবশত বিস্ফোরণ ঘটেছে। গুরুতর আহত ওই সিআরপিএফ সদস্যকে রায়পুরের নারায়ণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply