কাবুল শিয়া মসজিদের বিস্ফোরণে দায় স্বীকার করেছে আইএস

|

ছবি: সংগৃহীত।

আফগানিস্তানের কান্দাহারের শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। দায় স্বীকার করে শুক্রবারই একটি বিবৃতি দিয়েছে আইএস। আইএসের মুখপাত্র আমাক নিউজ এজেন্সি বিষয়টি নিশ্চিত করেছে। খবর দ্য গার্ডিয়ানের।

এ নিয়ে আইএসের দেয়া বিবৃতিতে বলা হয়েছে, ঘটনার দিন বিবি ফাতিমা মসজিদের নিরাপত্তারক্ষীদের প্রথমে গুলি করে তাদের দু’জন যোদ্ধা। এরপরই মসজিদের ভেতরে ঢুকে বিস্ফোরণ ঘটায়। মসজিদের প্রবেশপথসহ মোট তিনটি স্থানে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে এখন দাঁড়িয়েছে ৪৭ এ। অন্যদিকে প্রায় ৯০ জন মুসল্লি এ ঘটনায় আহত হয়েছেন।

এক সপ্তাহের ব্যবধানে এ নিয়ে দ্বিতীয়বারের মতো বড় হামলা হলো মসজিদে। গত শুক্রবারও একটি মসজিদে বোমা বিস্ফোরণ ঘটায় আইএস। এতে প্রাণ হারান অন্তত ৫০ জন মুসল্লি। দুটি ঘটনাতেই ক্ষোভ প্রকাশ করেছে তালেবান। সেই সাথে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাসও দেয়া হয়।
তা


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply