নোকিয়ার ৬৩১০ মডেলের নতুন সংস্করণে যা থাকছে

|

ছবি: সংগৃহীত।

২০তম বার্ষিকী উদযাপন করতে নোকিয়া তাদের ক্লাসিক ফোনের একটি নতুন সংস্করণ ৬৩১০ বাজারে ছেড়েছে।

এই আইকনিক ব্রিক ফোনটিতে রয়েছে নতুন বিভিন্ন সংযোজন। তবে এটিতে এখনও কিংবদন্তি স্নেক গেমটি রয়েছে।নতুন এ সংস্করণে নতুন সংযোজন হিসেবে রয়েছে একটি রঙিন ডিসপ্লে (টাচস্ক্রিন নয়), পাশাপাশি একটি পিছনের ক্যামেরা এবং সংবাদ চ্যানেল ও এফ.এম ব্যবহারের সুবিধা।  

মূলত, নোকিয়ার ৬৩১০ সংস্করণটি কম বাজেটের ফোন হিসেবে উপযুক্ত। নকিয়ার ’ব্রিক’ ফোনগুলো তার শক্ত ফ্রেমের জন্য বিখ্যাত ছিল। জানা গেছে, নতুন এ মডেলও একইভাবে টেকসই ফ্রেমে বানানো। ব্যাটারিতে চার্জ থাকবে ২২ দিন পর্যন্ত।

সাম্প্রতিক সময়ে বাজারে ক্রমবর্ধমান সিম্পল ফোনের চাহিদা দেখা দিয়েছে এবং নোকিয়া ৬৩১০ বাজারে এ প্রবর্তক হিসেবে ভূমিকা পালন করতে পারে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply