রাশিয়ার ডাকে তালেবানের মুখোমুখি হচ্ছে ভারত

|

বৈঠকে অংশ নেয়ার কথা জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ সম্মেলনের আয়োজন করে। ছবি: সংগৃহীত।

আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য মস্কোয় একটি বৈঠক ডেকেছে রাশিয়া। এটি ‘মস্কো ফরম্যাট’ হিসেবে পরিচিত। আগামী বুধবারের (২০ অক্টোবর) এই বৈঠকে উপস্থিত থাকবে তালেবানের প্রতিনিধি দলও। সেখানে ভারতকেও আমন্ত্রণ জানিয়েছিল রাশিয়া। এতে সাড়া দিয়েছে দেশটি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আফগানিস্তান সংক্রান্ত এই বৈঠকে তালেবানের মুখোমুখি হতে রাজি ভারত। বৈঠকে ভারতের তরফ থেকে যুগ্মসচিব পর্যায়ের কাওকে পাঠানো হবে বলে জানা গেছে।

মস্কো ফরম্যাট হলো আফগানিস্তানের সমস্যা সমাধানে ২০১৭ সালে প্রতিষ্ঠিত একটি আলোচনা প্রক্রিয়া। এর আওতায় রয়েছে আফগানিস্তান, চীন, পাকিস্তান, ইরান এবং ভারতের মতো দেশগুলো। যুক্তরাষ্ট্রও এর আগে মস্কো ফরম্যাটে অংশ নিয়েছিল। এই বিশেষ বৈঠকে এর আগেও তালেবান অংশগ্রহণ করেছে। তবে সরকার গঠনের পর প্রথমবারের মতো রাশিয়ার এই বৈঠকে বসতে যাচ্ছে তালেবান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply