আঁড়িপাতার ঘটনা উন্মোচনকারীরা পেলেন শাখারভ পুরস্কার

|

ছবি: সংগৃহীত

ইসরায়েলি স্পাইওয়্যার পেগাসাসের মাধ্যমে ফোনে আঁড়িপাতার ঘটনা উন্মোচনকারী সাংবাদিকরা এ বছর পেলেন ইউরোপের সম্মানজনক মানবাধিকার পুরস্কার, শাখারভ।

গত বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ইউরোপিয়ান পার্লামেন্ট এই পুরস্কার ঘোষণা করে। এ সময় তারা জানায়, বছরের পর বছর প্রযুক্তির অপব্যবহার করা হচ্ছে। সেটি উন্মোচনের জন্যেই এ সম্মাননা।

চলতি বছরই প্রকাশ পায়, ইসরায়েলি প্রতিষ্ঠান এনএসও’র মাধ্যমে ৫০ হাজার ফোন নম্বরে করা হচ্ছিল নজরদারি। অপকর্মের সাথে জড়িত ৫০ দেশের হাজারের বেশি ব্যক্তিকে চিহ্নিত করেন অনুসন্ধানী সংবাদকর্মীরা। স্বার্থান্বেষী মহল পেগাসাস প্রযুক্তির মাধ্যমে ১৮৯ সাংবাদিক, ছয় শতাধিক রাজনীতিক, ৬৫ ধনকুবের, ৮৫ মানবাধিকারকর্মীর উপর চালাচ্ছিলেন নজরদারি।

বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী, ভিন্নমতাবলম্বী এবং সোভিয়েত হাইড্রোজেন বোমার জনক হিসেবে পরিচিত ব্যক্তিত্ব আন্দ্রে শাখারভের স্মরণে ১৯৮৮ সাল থেকে দেয়া হচ্ছে এ পুরস্কার। সম্মানীর পরিমাণ ৫০ হাজার ইউরো।

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply