বিশ্বকাপের জার্সিতে মুশফিকের অনন্য রেকর্ড

|

এর আগেও রেট্রো জার্সিতে খেলেছেন মুশফিকুর রহিম।

সম্প্রতি উন্মোচিত হয়েছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের জার্সি। ২০০৪-০৫ সালের ঐতিহাসিক রেট্রো জার্সি গায়েই এবারের বিশ্বকাপ খেলবেন বাংলাদেশের ক্রিকেটাররা। আর সে জার্সি গায়েই অনন্য এক রেকর্ড গড়তে যাচ্ছেন মুশফিকুর রহিম।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের মধ্যে মুশফিকুর রহিমই একমাত্র ক্রিকেটার, যিনি এর আগেও খেলেছেন রেট্রো জার্সি গায়ে। বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের আগের জার্সি আর রেট্রো জার্সি দুটি পরেই খেলার অভূতপূর্ব কীর্তি গড়তে যাচ্ছেন উইকেট রক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম।

২০০৫ সালে টাইগারদের জার্সির ডিজাইনেই বানানো হয়েছে এবারের টি-২০ বিশ্বকাপের জার্সি। ২০০৫ সালেই বাড়তি ক্রিকেটার হিসেবে ইংল্যান্ড সফরে নেয়া হয়েছিলো মুশফিকুর রহিমকে। যদিও সেই ওয়ানডে ম্যাচে মাঠে নামা হয়নি মিস্টার ডিপেন্ডেবলের।

তবে সিরিজের প্রথম টেস্টে অভিষেক হয় সাবেক এ অধিনায়কের। সেই জার্সিতেই বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন যুগের সূচনা করেছিলো টাইগাররা।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply