হিজবুল্লাহর ডাকা বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৬

|

ছবি: সংগৃহীত।

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ডাকে চলা বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। গত বছর বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনার তদন্ত থেকে বিচারক অপসারণের দাবিতে হিজবুল্লাহর ডাকে বিক্ষোভে নামেন লেবাননের হাজারো মানুষ।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (১৪ অক্টোবর) হিজবুল্লাহর সমথর্করা কালো পোশাক পরে বৈরুত জাস্টিস প্যালেসের সামনে জড়ো হন। বৈরুত বিস্ফোরণের তদন্ত থেকে বিচারক তারেক বিতারকে অপসারণের আহ্বান জানিয়ে তাকে পক্ষপাতদুষ্ট ও আমেরিকান দাস হিসেবে অভিযুক্ত করেন বিক্ষুব্ধরা।

বৈরুতের রাজপথে আন্দোলনকারীদের ওপর চড়াও হয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সেখানে ব্যাপক গুলির শব্দ শোনা গেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply