মালদ্বীপের স্বপ্ন গুড়িয়ে ফাইনালে ভারত

|

ছবি: সংগৃহীত

স্বাগতিক মালদ্বীপের ফাইনালে খেলার স্বপ্ন গুড়িয়ে সাফ ফুটবলের ফাইনালে পৌঁছেছে শক্তিশালী ভারত। লিগ পর্বের শেষ ম্যাচে তারা মালদ্বীপকে হারায় ৩-১ গোলে।

মালের রেশমি ধান্ধু স্টেডিয়ামে, মালদ্বীপের প্রয়োজন ছিল ড্র, আর ভারতের জয়। প্রথমার্ধে মানবীর সিং লিড এনে দেন ভারতকে। প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি থেকে মালদ্বীপকে সমতায় ফেরান স্ট্রাইকার আলী আশফাক। এরপর ৬৪ ও ৭১ মিনিটে জোড়া গোল করে দলকে আসরের ১২-তম ফাইনালে তোলেন সুনীল ছেত্রী। এই জোড়া গোলের মাধ্যমে তিনি পেলেকে ছাড়ালেন। ব্রাজিলের হয়ে পেলের গোলসংখ্যা ৭৭, আর ভারতের হয়ে সুনীল ছেত্রীর গোল ৭৯।

আগামী ১৬ অক্টোবর ফাইনালে নেপালের মুখোমুখি হবে ভারত। তাদের লক্ষ্য সাফের অষ্টম শিরোপা, আর নেপালের প্রথম।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply