আজ দুই স্কুলের শিক্ষার্থীদের পরীক্ষামূলকা টিকা দেয়া হবে

|

প্রতীকী ছবি।

আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুর ১২ টায় পরীক্ষামূলকা টিকা প্রদানের মাধ্যমে স্কুল শিক্ষার্থীদের টিকা দেয়ার কার্যক্রম শুরু হবে। মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে এই টিকা দেবে স্বাস্থ্য অধিদফতর। এ কার্যক্রমে ১২-১৭ বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের টিকা দেয়া হবে।

গতকাল বুধবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম স্বাস্থ্য অধিদফতরের ফেসবুক পেজে লাইভে এসে এ তথ্য জানান।

খুরশীদ আলম বলেন, দুইটি সরকারি বিদ্যালয়ের নির্দিষ্ট কিছু শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেয়া হবে। টিকা দেয়ার পর আগামী ১০-১৪ দিন তাদের পর্যবেক্ষণে রাখা হবে।

পরবর্তীতে ঢাকার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে টিকা কার্যক্রম বৃদ্ধি করা হবে বলেও জানান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply