উত্তাল চিলির দুই রাজ্যে জরুরি অবস্থা জারি

|

ছবি: সংগৃহীত

চিলির দক্ষিণাঞ্চলীয় ২টি রাজ্যে জরুরি অবস্থা জারি করলেন প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা। স্থানীয় মাপুচে জাতিগোষ্ঠীর সাথে তুমুল সংঘাতে জড়িয়েছে নিরাপত্তা বাহিনী।

গেলো সপ্তাহ থেকেই নিজস্ব ভূমি ফিরিয়ে দেয়া এবং আত্মস্বীকৃতির দাবিতে আন্দোলন করে আসছে জাতিগোষ্ঠীটি। যা মঙ্গলবার ভয়াবহ আকার ধারণ করে। জনস্রোত ঠেকাতে লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস ছোঁড়ে নিরাপত্তা বাহিনী। তাতে রণক্ষেত্রে পরিণত হয় দুটি রাজ্য- বায়োবায়ো এবং আরোকানিয়া।

সবশেষ তথ্য অনুসারে, কমপক্ষে ২০ জন গুরুতর আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েনে বাধ্য হয় সরকার। একইসাথে জারি করে জরুরি অবস্থা। শিগগিরই আলোচনার মাধ্যমে সংকট সমাধানের প্রত্যাশা প্রেসিডেন্টের।

দেশটির সংখ্যালঘুদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী- মাপুচে। জাতিগোষ্ঠীটির ১৭ লাখ মানুষের বসবাস চিলিতে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply