সপ্তাহে ১ দিন লাউডস্পিকারে আজানের অনুমতি দিচ্ছে জার্মানি

|

ছবি: সংগৃহীত।

প্রতি শুক্রবার লাউডস্পিকারে আজানের অনুমতি দেয়ার উদ্যোগ নিয়েছে জার্মানি। দেশটির কোলন শহর ও সেখানকার মুসলিম সম্প্রদায়ের মধ্যে নিষেধাজ্ঞা শিথিলের একটি চুক্তির পর এ সিদ্ধান্ত নিয়েছে শহর কর্তৃপক্ষ।

সোমবার (১১ অক্টোবর) রয়টার্সের প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।

কোলন শহরের ৩৫টি মসজিদে প্রতি শুক্রবার দুপুর থেকে বিকেল ৩ টার মধ্যে পাঁচ মিনিট পর্যন্ত আজান সম্প্রচারের অনুমতি দেয়া হবে। এই উদ্যোগ দুই বছরের জন্য নেয়া হয়েছে।

কোলন শহরের মেয়র হেনরিয়েট রেকার এক টুইট বার্তায় জানিয়েছেন, মুয়াজ্জিনের আজানের অনুমতি দেয়া আমার কাছে একটি সম্মানের বিষয়।

শহর কর্তৃপক্ষ বলেছে, শুক্রবার আজান সম্প্রচার করতে চাওয়া মসজিদগুলোকে লাউডস্পিকারের শব্দসীমা মেনে চলতে হবে। একইসঙ্গে প্রতিবেশীদের বিষয়টি আগাম অবহিত করতে হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply