ফেনীতে ৭ পা বিশিষ্ট বাছুরের জন্ম

|

ফেনীতে জন্ম নিয়েছে ৭ পা বিশিষ্ট বাছুর।

ফেনী প্রতিনিধি:

ফেনীর দাগনভূঞার সিন্দুরপুর ইউনিয়নের চন্দ্রপুর মধ্যপাড়া গ্রামে ৭ পা বিশিষ্ট একটি বাছুরের জন্ম হয়েছে। গত বৃহস্পতিবার (৭ অক্টোবর) গ্রামটির বাসিন্দা রূপধন মিয়ার গাভি আলোচিত বাছুরটির জন্ম দেয়। এরপর থেকেই আশেপাশের বিভিন্ন গ্রামের মানুষ ভিড় জমাচ্ছেন ৭ পা বিশিষ্ট বাছুরটি দেখতে।

বাছুরের মালিক রূপধন মিয়া জানান, গত ১০ বছর যাবৎ লালনপালন করা গাভির চতুর্থ বাছুর এটি। জন্মের পর দেখতে পাওয়া যায় বাছুরটির আকৃতি ঠিক স্বাভাবিক নয়। চারটি পা ছাড়াও পিঠের উপরে বাছুরটির আছে আরও তিনটি পা। স্থানীয় উপজেলা পশু হাসপাতালের ডাক্তারের সাথেও যোগাযোগ করেন রূপধন মিয়া। অপারেশনের মাধ্যমে তিনটি পা অপসারণ করা যাবে বলে তাকে জানান ডাক্তার।

উপজেলা ভেটেরিনারি সার্জন ডাক্তার মো. তারেক মাহমুদ জানান, বিরল আকৃতির বাছুরটি জন্ম নেয়ার পর উপজেলা প্রাণিসম্পদ অধিদফতরের একজন কর্মী বাছুরটি সম্পর্কে খোঁজখবর নিয়েছেন। এটি একটি জন্মগত ত্রুটি। বাছুরটি শারীরিকভাবে একটু সুস্থ হলেই অপারেশনের মাধ্যমে অতিরিক্ত তিনটি পা সরিয়ে ফেলা যাবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply