বন্দুকধারীদের হামলায় নিহত ২০ নাইজেরিয়ান

|

সন্দেহভাজন ডাকাতদলের আক্রমণে প্রাণ হারিয়েছেন ২০ নাইজেরিয়ান।

নাইজেরিয়ার বন্দুকধারীদের হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে। এখনও দেশটির কোনো সশস্ত্র গ্রুপ এ হামলার দায় স্বীকার না করলেও কর্তৃপক্ষের ধারণা স্থানীয় ডাকাতরা এর সাথে জড়িত থাকতে পারে।

নাইজেরিয়ার সেকোটো রাজ্যের একটি বাজারে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ জানিয়েছে, অস্ত্রধারীরা মোটরসাইকেলে করে ওই এলাকায় প্রবেশ করে। এরপরই এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করলে ঘটনাস্থলেই প্রাণ যায় ২০ জনের। হত্যাকাণ্ডের পর হামলাকারীরা ওই এলাকার বিভিন্ন দোকান ও গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

এ ঘটনার দায় এখনো কেউ স্বীকার করেনি। কর্তৃপক্ষ বলছে কোনো জঙ্গিগোষ্ঠী নয় বরং স্থানীয় ডাকাতরা এ হত্যাকাণ্ডের সাথে জড়িত।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply