চতুর্থবারের মতো ভারতের কোচ হওয়ার আগ্রহ টম মুডির

|

টম মুডি। ছবি: সংগৃহীত

ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হওয়ার আগ্রহ দেখিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার টম মুডি। এ নিয়ে চতুর্থ বারের মত এই আগ্রহ প্রকাশ করলেন তিনি।

ফক্স স্পোর্টসের প্রতিবেদনে এসেছে, সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ও ভ্রমণে অভ্যস্ত এই কোচ ভারতীয় ক্রিকেটের মর্যাদাপূর্ণ পদের দিকে আগ্রহ নিয়েই তাকিয়ে আছেন। পদটি খালি হবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর।

ভারতের কাছে কোচের বিকল্প কম থাকায় রবি শাস্ত্রির বদলি হিসেবে মুডিকে দলের দায়িত্ব দেবার সম্ভাবনাও তৈরি হয়েছে। বর্তমানে সানরাইজার্স হায়দ্রাবাদ ও শ্রীলঙ্কা ক্রিকেটের পরিচালক হিসেবে দায়িত্বরত আছেন ৫৬ বছর বয়সী মুডি। এছাড়া আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই ভারতীয় দলের সাথে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে রবি শাস্ত্রির। এর আগে ২০১৭ এবং ২০১৯ সালে ভারতীয় দলের কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন টম মুডি।

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply