কাশ্মিরে এনকাউন্টারে ৫ ভারতীয় সেনা নিহত

|

ছবি: সংগৃহীত।

ভারতের জম্মু-কাশ্মিরের পুঞ্চ সেক্টরে একটি অভিযানের সময় এনকাউন্টারে ভারতীয় সেনাবাহিনীর একজন জুনিয়র অফিসারসহ পাঁচ সেনা নিহত হয়েছেন।

সোমবার (১১ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, ভোরে সুরানকোটের ডিকেজির কাছে একটি গ্রামে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান শুরু হয়। এরপর সেখানে ব্যাপক গুলি বর্ষণ হয়। এতে একজন জুনিয়র অফিসারসহ অন্য পদমর্যাদায় চারজন গুরুতর আহত হন। পরে তাদের মৃত্যু হয়।

এর আগে, সোমবার (১১ অক্টোবর) জম্মু-কাশ্মিরের অনন্তনাগ ও বান্দিপোরা জেলায় এনকাউন্টারে দুই দুর্বৃত্ত নিহত হয়। এছাড়া বান্দিপোরা জেলার হাজিন এলাকায় সংঘটিত আরেকটি এনকাউন্টারে লস্কর-ই-তাইবার এক সদস্য নিহত হয়েছেন।

প্রসঙ্গত, সম্প্রতি কাশ্মির উপত্যকায় সন্ত্রাসী তৎপরতা বেড়েছে। গত সপ্তাহে বিভিন্ন ধর্মাবলম্বীর সাত নাগরিককে হত্যা করা হয়। এ ঘটনায় নিরাপত্তা বাহিনী ৯ শতাধিক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply