আল আকসার কাছে মুসলিম কবরস্তান গুড়িয়ে দিয়েছে ইসরায়েল

|

ছবি: সংগৃহীত।

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরের জেরুজালেমে মসজিদুল আকসার কাছে এক মুসলিম কবরস্তান গুড়িয়ে দিয়েছে ইসরায়েল মিউনিসিপ্যালিটি।

রোববার (১০ অক্টোবর) জেরুজালেমের পুরনো শহরের আল-ইউসুফিয়া কবরস্তানটির বেশ কিছু কবর ধ্বংস করে মিউনিসিপ্যালিটি কর্তৃপক্ষ।

জিভিসি নিউজের প্রতিবেদনে জানা যায়, প্রাচীরঘেরা পুরনো শহরের দেয়ালঘেঁষে থাকা এই কবরস্তানটি জেরুজালেমের অন্যতম পুরনো কবরস্তান।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে কমিশন ফর প্রটেকশন অব মুসলিম গ্রেভসের এক্সিকিউটিভ ডাইরেক্টর আহমদ আল-দাজানি বলেন, ইসরায়েলি প্রত্নতাত্ত্বিক বিভাগকে আদালত কবরস্তানের কাছাকাছি এলাকায় অনুসন্ধান চালানোর অনুমতি দিয়েছে।

তিনি বলেন, ধ্বংস হওয়া কবরগুলো ওই মুসলিম ফিলিস্তিনিদের যারা ১৯৪৮ থেকে ১৯৬৭ সালের মধ্যে ইসরাইলিদের সাথে সংঘর্ষে প্রাণ হারিয়েছিলেন।

তিনি আরও বলেন, ইসরায়েলি প্রশাসনের অধীন জেরুসালেম মিউনিসিপ্যালিটি আল-ইউসুফিয়া কবরস্তানের কাছে একটি পার্ক তৈরিরও পরিকল্পনা করছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply