ফিরলেন ফিনিশার ধোনি; চেয়ার ছেড়ে কোহলির লাফ

|

ছয় বলের ক্যামিও দিয়েই ফিরলেন ধোনি দ্য ফিনিশার। ছবি: সংগৃহীত

কিং ইজ ব্যাক; স্বরূপে ফিরলেন ফিনিশিংয়ের রাজা। মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে এমন উচ্ছ্বাস ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলির। শুধু কোহলি নয়, বুড়ো হাড়ের ভেলকি দেখানো ধোনির পারফরম্যান্সে মুগ্ধ ক্রিকেট বিশ্বের অনেকেই। ৬ বলে ১৮ রানের ইনিংসে আইপিএলে চেন্নাইকে অসাধারণ এক জয় এনে দিয়েছেন ধোনি। নিশ্চিত করেছেন, নিজের রেকর্ড ১০ম আইপিএল ফাইনাল।

দলকে বিপদে রেখে রুতুরাজ গায়কোয়াড যখন ধরলেন প্যাভিলিয়নের পথ, তীরে এসে তরী ডোবার শঙ্কায় তখন চেন্নাই সুপার কিংসের সমর্থকেরা। এমন পরিস্থিতিতেই দৃশ্যপটে আবির্ভূত হলেন ‘কিং অব ফিনিশার’ খ্যাত মহেন্দ্র সিং ধোনি। ছিনিয়ে আনলেন অসাধারণ এক জয়। তার ৬ বলে ১৮ রানের ক্যামিও আবারও দেখালো, অভিজ্ঞতার মূল্য টি-টোয়েন্টি ক্রিকেটেও অনেক বেশি।

আন্তর্জাতিক ক্রিকেটে অনেক আগেই বাতিলের খাতায় উঠেছে তার নাম। বয়স ৪০ ছাড়িয়েছে। এবারের আসরে ব্যাট হাতে পারফর‍ম্যান্সও ভালো নয়। সবমিলে কিছুটা চাপেই ছিলেন চেন্নাই অধিনায়ক। বরাবরের মতোই ধোনি ব্যাট হাতে জবাব দিলেন সব সমালোচনার।

জাতীয় দল কিংবা আইপিএল, ক্যারিয়ারের সেরা সময়ে এমন ফিনিশিং করেছেন নিয়মিতই। খাদের কিনার থেকে দলকে তুলে আনার উদাহরণ আছে ভুড়ি ভুড়ি। তবু, চাপের মুখে ১৮ রানের ছোট্ট এ ইনিংসকে ‘বিশেষ’ বলছেন ভক্তরা।

যার কাছে অধিনায়কত্ব ছেড়েছেন, সেই কোহলিই বেশি খুশি ধোনির এমন প্রত্যাবর্তনে। টুইট বার্তায় প্রশংসায় ভাসিয়েছেন মাহিকে। লিখেছেন, দ্য কিং ইজ ব্যাক। খেলাটির সর্বকালের সেরা ফিনিশার। আজকে আবারও আমাকে চেয়ার থেকে লাফিয়ে উঠতে বাধ্য করেছে সে।

ধোনির প্রত্যাবর্তনে কোহলির টুইট। ছবি: সংগৃহীত

নিজেকে প্রমাণের আর কিছু নেই। তবুও সমালোচনার জবাব দিতে পেরে খুশি মহেন্দ্র সিং ধোনি। ম্যাচ শেষে বলেছেন, আমার ইনিংসটি গুরুত্বপূর্ণ ছিল। ব্যাপারটা এমন ছিল, বল দেখো, মেরে দাও। টুর্নামেন্টে খুব বেশি কিছু করতে পারিনি আমি। বোলারদের পরিকল্পনা বুঝে আমি আমার কাজটুকু করেছি।

পারফরমেন্স টেম্পোরারি, ক্লাস ইস পার্মানেন্ট- কথাটার যথার্থ প্রমাণ ধোনি রাখলেন দারুণ এক প্রত্যাবর্তনের গল্পে।

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply