অর্থনীতিতে যৌথভাবে নোবেল পেলেন তিন অধ্যাপক

|

ছবি: সংগৃহীত

২০২১ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার জিতলেন অর্থনীতির তিন অধ্যাপক। তারা হলেন ডেভিড কার্ড, জোশুয়া অ্যাংরিস্ট এবং গুইদো ইমবেন্স।

অর্থনীতির প্রায়োগিক ক্ষেত্রকে সম্পূর্ণ নতুন আকার দান করেছেন এই তিন অর্থনীতিবিদ, বলেছে সুইডেনের রয়াল অ্যাকাডেমি অব সায়েন্স।

নোবেল জয়ী কানাডার নাগরিক ডেভিড কার্ড ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় অর্থনীতির অধ্যাপক।

ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির অর্থনীতির অধ্যাপক হলেন জোশুয়া অ্যাংরিস্ট; তিনি আমেরিকান অর্থনীতিবিদ।

ডাচ-আমেরিকান অর্থনীতিবিদ গুইদো ইমবেন্স স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক। অপরিকল্পিত বা প্রাকৃতিক গবেষণায় সিদ্ধান্ত টানতে পারায় এই তিন অর্থনীতিবিদ জিতলেন মর্যাদাপূর্ণ নোবেল পুরস্কার।

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply