আফগানিস্তানে আবারও বিক্ষোভে নেমেছে নারীরা

|

আফগানিস্তানে আবারও বিক্ষোভে নেমেছে নারীরা

ছবি: সংগৃহীত

আফগানিস্তানে আবারও বিক্ষোভে নেমেছে নারীরা। শিক্ষা এবং কর্মক্ষেত্রে নিজেদের অধিকার নিশ্চিত করার দাবি জানিয়ে রোববার কাবুলে বিক্ষোভ করেন তারা।

বলেন, নারীদের শ্রেণীকক্ষে ফেরার প্রতিশ্রুতি দিলেও ক্ষমতা গ্রহণের পরে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে দেয়া হচ্ছে না তাদের। এমনকি কর্মক্ষেত্র থেকেও বের করে দেয়া হয়েছে। তাই নারী অধিকার নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ চান তারা। বলছেন, ৯০’র দশকে তালেবান যে আচরণ করেছে এখনও একই আচরণ করা হচ্ছে নারীদের সাথে।

গেলো ১৫ আগস্ট ক্ষমতা দখলের পর থেকে এখন পর্যন্ত নারীতের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। যদিও মাঝে কয়েকদিন পর্দা টানিয়ে ছেলেদের সাথে ক্লাস করার অনুমতি দিয়েছিলো তালেবান।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply