সেনাবাহিনীতে যুক্ত হচ্ছে আরও ২টি অত্যাধুনিক হেলিকপ্টার

|

বাংলাদেশ সেনাবাহিনীর আর্ম এভিয়েশন ফরওয়ার্ড বেস ও ২টি এল ৪০৭ জিএক্স আই হেলিকপ্টারের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে চট্টগ্রামে।

সোমবার (১১ অক্টোবর) সকালে শাহ আমানত বিমান বন্দরের পাশে অনুষ্ঠানের উদ্বোধন করেন সেনা প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। এসময় তিনি সেনাবাহিনীর উন্নয়নে সরকারের পদক্ষপের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও আর্মি এভিয়েশনের আধুনিকায়নের কাজ এগিয়ে চলেছে। দুর্যোগ মোকাবেলা, আভিযানিক ও প্রশাসনিক কাজ, পার্বত্য অঞ্চলে রসদ সরবরাহসহ গুরুত্বপূর্ণকাজ এখন থেকে চট্টগ্রাম আর্মি এভিয়েশন বেস থেকে পরিচালনা করা সম্ভব হবে।

এছাড়া অন্তর্ভুক্ত হেলিকপ্টারগুলো বৈমানিকদের প্রশিক্ষণ ছাড়াও বিমান থেকে অনুসন্ধান-পর্যবেক্ষণ ও চিকিৎসা মিশনেও ব্যবহার করা যাবে বলে জানান সামরিক কর্মকর্তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply