বঙ্গোপসাগরে ১১ রোহিঙ্গার মরদেহ

|

বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে আজ ১১ রোহিঙ্গার মরদেহ উদ্ধার হয়েছে। পুলিশ বলছে, বাংলাদেশে অনুপ্রবেশের সময় নৌকাডুবে তাদের মৃত্যু হয়।

এদিকে, মিয়ানমার সরকারের অব্যাহত দমন, নিপীড়নের মুখে আজও সীমান্ত পাড়ি দিয়ে আসছে রোহিঙ্গা শরণার্থী। কক্সবাজারের উখিয়া, টেকনাফ আর বান্দরবানের নাইক্ষ্যাংছড়ি সীমান্তের অন্তত ৩০টি পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করছে তারা। নাফ নদীর তীরে এখনও পার হওয়ার অপেক্ষায় কয়েক হাজার মানুষ। তারা সবাই বাংলাদেশে আশ্রয়প্রার্থী। জাতিসংঘের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত রাখাইনের ১ লাখ ২৫ হাজার লোক বাংলাদেশে এসেছে। আরও ১ লাখের বেশি প্রবেশের অপেক্ষায় আছে। আশ্রয় নেয়া মানুষের ৮০ শতাংশের বেশি নারী ও শিশু।

এদিকে, রাখাইনে সেনা অভিযানে গুলিবিদ্ধ হয়ে পালিয়ে আসা একজন বৃদ্ধ ও এক কিশোরীসহ ৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply