কক্সবাজার বিমানবন্দরের নাম পরিবর্তনের দাবিতে মানববন্ধন

|

ব্যানার নিয়ে মানববন্ধনের আয়োজন করে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ।

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার বিমানবন্দরকে হযরত শাহ আবদুল মালেক আন্তর্জাতিক বিমানবন্দর নামকরণের দাবিতে কক্সবাজারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার (১০ অক্টোবর) দুপুরে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরের মতো কক্সবাজার বিমানবন্দরকে হযরত শাহ আবদুল মালেক আন্তর্জাতিক বিমানবন্দর নামকরণের জোর দাবি জানান। এ সময় বক্তারা বিমানবন্দরের নামকরণের বিভিন্ন যৌক্তিকতা তুলে ধরেন।

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কক্সবাজার জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মদ সোলতান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কুতুব শরীফ দরবারের শাহজাদা মাওলানা জিল্লুল করিম মালেকী আল কুতুবী, প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা জয়নুল আবেদীন জুবায়ের, প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব স ম হামিদ হোসাইন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক এইচ এম মুজিবুল হক শাকুর, কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ওয়াহিদ মুরাদসহ আরো অনেকে।

পরে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply