পরমাণু চুল্লিপাত্রের প্রথম ইউনিট স্থাপন করা হচ্ছে আজ

|

ছবি: সংগৃহীত

পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মূল যন্ত্র, রিঅ্যাক্টর প্রেসার ভেসেল বা পরমাণু চুল্লিপাত্রের প্রথম ইউনিট স্থাপন করা হচ্ছে আজ। ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রিঅ্যাক্টর প্রেসার ভেসেল স্থাপনের আগে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে রূপপুর প্রকল্পের বাংলাদেশি ও রাশিয়ান কর্মকর্তারা। রিঅ্যাক্টর প্রেসার ভেসেলের মধ্যে জ্বালানি হিসেবে ইউরেনিয়াম লোড করা হয়। বিশেষভাবে ইউরেনিয়ামের ফিশন বা চেইন রিঅ্যাকশনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরু হবে।

রিঅ্যাক্টর ভবনের বিভিন্ন ধাপে বসানো হয়েছে নিউক্লিয়ার যন্ত্রপাতি। পাঁচ ধরনের যন্ত্রের মধ্যে ইতোমধ্যে প্রেসারাইজার, কুল্যান্ট পাম্প এবং হাইড্রো এক্যুমুলেটর বসানো সম্পন্ন হয়েছে। রিঅ্যাক্টর প্রেসার ভেসেল স্থাপনের পরপরই নভেম্বরে স্থাপন করা হবে স্টিম জেনারেটর।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply