সাধারণ ডাল-ভাত-রুটি, উঠতে হবে সকাল ৬টায়, হাজতবাসে কেমন আছে আরিয়ান?

|

ছবি: সংগৃহীত।

প্রাসাদ সমতুল্য ‘মান্নাত’ ছেড়ে বলিউড বাদশাহ শাহরুখের পুত্র এখন জেলে। রাজপুত্রের মতো জীবন ব্যবস্থা ছেড়ে এখন সাধারণ কয়েদি হয়েই থাকতে হচ্ছে আরিয়ান খানকে। বাবা বলিউডের ‘বাদশাহ’ হলেও সেই ক্ষমতা টেকেনি নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এসসিবি) কাছে। জামিন পাননি আরিয়ান, তার জন্য আলাদা কোনও বিশেষ ব্যবস্থাও হয়নি জেলে।

তাই এখন অন্যান্য কারাবন্দীদের সাথে আরিয়ানকেও প্রতিদিন ঘড়ি ধরে ঠিক ৬টায় ঘুম থেকে উঠিয়ে দেয়া হবে। সকালের খাবার দেয়া হবে সকাল ৭টায়। জেলে যা রান্না হয়, অভিযুক্তরা যা খান তা-ই খাবেন। বাইরের খাবার সেখানে নিষিদ্ধ। বেলা ১১টার মধ্যে অভিযুক্তদের দুপুরের খাবার দিয়ে দেয়া হবে।

দুপুর এবং রাতের খাবারের তালিকায় থাকবে রুটি, তরকারি, ডাল এবং ভাত। এর বাইরে আর কিছুই দেয়া হবে না হাজতবাসীদের। প্রাতঃরাশ দেয়া হবে সকাল ৭টার সময়। বেলা ১১টার মধ্যে অভিযুক্তদের দুপুরের খাবার দিয়ে দেয়া হবে।

খাওয়া-দাওয়ার পর জেলের ভিতরেই হাজতবাসীদের হাঁটাচলা করতে দেয়া হয়। কিন্তু আরিয়ান এবং তার সঙ্গীদের ক্ষেত্রে এখনও সেই নিয়ম প্রযোজ্য নয়। তিন থেকে পাঁচ দিন পর্যন্ত কোয়ারেন্টাইনে থাকার পর জেলের মধ্যে নির্দিষ্ট সময়ের জন্য ঘোরাফেরা করতে পারবেন তারা। সন্ধ্যা ৬টার মধ্যে আবার রাতের খাবার দিয়ে দেয়া হবে।

ছেলের জামিনের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন শাহরুখ। ঠিকমতো পরিবারের লোকজনের সাথে দেখাও করতে পারছেন না আরিয়ান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply