প্রিয় ক্যাম্পাসে ড. জাফর ইকবাল

|

১১ দিন পর প্রিয় ক্যাম্পাসে পা রাখলেন ড. জাফর ইকবাল। বুধবার দুপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তাঁর বাসভবনে পৌঁছান জনপ্রিয় এ লেখক। এর আগে, সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছালে ড. ইকবালকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তাঁর শিক্ষার্থী, ভক্ত ও অনুরাগীরা।

এর আগে সকাল সাড়ে ১০টায় চিকিৎসা শেষে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে ড. ইকবালকে। ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমের সাথে কথা বলেন তিনি। বলেন, আমি কখনো ভয় পাই না, ভয় পাচ্ছিও না। মুক্ত মঞ্চে দাঁড়িয়ে ছাত্রদের সাথে কথা বলবো।

এসময় হামলাকারীর প্রতি তাঁর কোনো ক্ষোভ নেই বলে জানান জাফর ইকবাল। বলেন, আমি চাই না এমন মানুষ জন্ম নিক। সবাই যেন স্বাভাবিক জীবন যাপন করতে পারে সেটাই প্রত্যাশা।

তরুণদের প্রতি অাহবান জানিয়ে ড. ইকবাল বলেন, তোমরা দেশটাকে ভালোবাসাে, দেশও তোমাদের ভালোবাসবে।

গত ৩ মার্চ বিকালে শাবিপ্রবি ক্যাম্পাসে হামলার শিকার হন ড. জাফর ইকবাল। সেদিন থেকেই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন ছিলেন তিনি।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply