টোকিওতে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প

|

৬.১ মাত্রার ভুমিকম্প আঘাত হেনেছে জাপানে।

শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে জাপানের রাজধানী টোকিও এবং আশপাশের এলাকায়। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর না পাওয়া গেলেও বাসিন্দাদের নিরাপদে থাকার পরামর্শ দিয়েছে টোকিও প্রশাসন।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাত ১০ টা ৪১ মিনিটে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ১। জাপানের আবহাওয়া সংস্থা বলেছে, এ ভূমিকম্পের কেন্দ্র ছিল দেশটির পূর্বাঞ্চলের চিবা শহরের ৮০ কিলোমিটার ভূগর্ভে। তবে ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের পর টোকিও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply