পাকিস্তানে নতুন গোয়েন্দা প্রধান নিয়োগ

|

ছবি: সংগৃহীত।

নতুন গোয়েন্দা প্রধান নিয়োগ দিয়েছে পাকিস্তান। দেশটির সংবাদ মাধ্যম দ্য ডনের তথ্য বলছে, লেফটেন্যান্ট জেনারেল ফাইজ হামিদকে ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধানের পদ থেকে সরিয়ে লেফটেন্যান্ট জেনারেল নাদিম আহমেদ আনজুমকে প্রধানের দায়িত্ব দেয়া হয়েছে। বুধবার (৬ অক্টোবর) লেফটেন্যান্ট জেনারেল নাদিম আহমেদ আনজুমকে স্থলাভিষিক্ত করা হয়েছে।

মঙ্গলবার কোর্পস কমান্ডারদের বৈঠকের পর এই সিদ্ধান্ত এসেছে বলে জানা গেছে। পাকিস্তানের সামরিক বাহিনীর প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া পরবর্তীতে প্রধানমন্ত্রী ইমরান খানকে এই পরিবর্তনের বিষয়ে জানিয়েছেন।

পাকিস্তানের নিয়ম অনুসারে, সেনাপ্রধানের সঙ্গে পরামর্শ করে নতুন গোয়েন্দাপ্রধান নিয়োগ দেন প্রধানমন্ত্রী। আর ইমরান খানের পছন্দের তালিকাতেই ছিলেন নতুন আইএসআই প্রধান। যদিও গোয়েন্দাপ্রধান পরিবর্তন নিয়ে আগে থেকেই জল্পনা-কল্পনা চলছিল দেশটিতে। সে সবের অবসান ঘটিয়ে বুধবার নতুন এ দায়িত্ব পেলেন লে. জেনারেল নাদিম আহমেদ। অন্যদিকে সাবেক আইএসআই প্রধান ফায়েজ হামিদকে পেশওয়ারভিত্তিক কোর্পস ১১-এর কমান্ডারের দায়িত্ব দেয়া হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply