যুক্তরাষ্ট্র ও চীনের বৈঠক এ বছর

|

এ বছরই ভার্চুয়াল বৈঠকে বসবেন যুক্তরাষ্ট্র ও চীনের প্রেসিডেন্ট। গত বুধবার (৬ অক্টোবর) দুই দেশের উচ্চ পর্যায়ের এক রুদ্ধদ্বার বৈঠকের পর এ তথ্য নিশ্চিত করেছেন মার্কিন কর্মকর্তারা।

দুই দেশের যোগাযোগ উন্নয়নের লক্ষ্যে সুইজারল্যান্ডের জুরিখে অনুষ্ঠিত হয় এ বৈঠক। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান ও চীনের শীর্ষ কূটনীতিক ইয়াং জিয়েচি অংশ নেন আলোচনায়। গত মাসে জো বাইডেন-শি জিনপিং ফোনালাপের ধারাবাহিকতায় এই ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত বলে জানান মার্কিন কর্মকর্তারা। ছয় ঘণ্টাব্যাপী বৈঠক গঠনমূলক ও স্বতস্ফূর্ত হয়েছে বলে দাবি করেছে বেইজিং-ওয়াশিংটন দু’পক্ষই।

জানা গেছে, নিয়মিত যোগাযোগের বিষয়েও সম্মত হয়েছে উভয় পক্ষ। হোয়াইট হাউজ জানায়, জুরিখের বৈঠকে দক্ষিণ চীন সাগরে চীনের আগ্রাসী আচরণ; হংকং, জিনজিয়াং ও তাইওয়ানে মানবাধিকার লঙ্ঘনসহ নানা বিষয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র।

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply